অসমে উচ্ছেদ কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কর্মসূচি

    146
    0

    নিজস্ব সংবাদদাতা, শিলচর: আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন যথাক্রমে এনটিইউআই, এআইইউটিইউসি, টিইউসিসি সহ অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ফোরাম ফর সোশ্যাল হারমনি, নারী মুক্তি সংস্থা ইত্যাদি সংগঠনের যৌথ উদ্যোগে বটদ্রবা সহ অন্যান্য উচ্ছেদ কান্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয়। সংগঠনগুলির পক্ষ থেকে প্রতিবাদ কার্যসূচি পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রথমেই বক্তব্য রাখেন ফোরাম ফর সোশ্যাল হারমনি’র অন্যতম সংগঠক অরিন্দম দেব। এরপর একে একে বক্তব্য রাখেন এআইইউটিইউসি’র জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথ,অসম মজুরি শ্রমিক ইউনিয়ন’র জেলা সভাপতি মৃণাল কান্তি সোম, টিইউসিসি’র রাজ্য সম্পাদক মিহির নন্দী, নারী মুক্তি সংস্থার সম্পাদিকা স্নিগ্ধা নাথ, মধুলিকা সোম, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন যে, বর্তমান সরকার অমানবিকভাবে একের পর এক স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। তাঁরা বলেন, উচ্ছেদের বলি হচ্ছেন সাধারণ দরিদ্র বিশেষ সম্প্রদায়ের মানুষ। শাসকদল নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে চরম সাম্প্রদায়িক মনোভাব নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। বক্তারা এও বলেন যে, উচ্ছেদের সপক্ষে শাসক দল যাই বলুক না কেন, তাঁদের আসল উদ্দেশ্য হচ্ছে জমি দখল করে বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। কর্পোরেট বান্ধব এই সরকার তাই জনগণের কাছে বুলডোজার সরকার হিসেবে পরিচিত হয়েছে। প্রতিবাদ কার্যসূচি থেকে জোরালো দাবি উত্থাপন করা হয় যে, অবিলম্বে অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে। উচ্ছেদের শিকার প্রতিটি পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান সহ তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পর্যাপ্ত রেশন, পানীয়জল ইত্যাদি প্রদান করতে হবে। আজকের এই প্রতিবাদি কার্যসূচিতে ডলু চা বাগানের প্রাণেশ গোয়ালা, সঞ্জয় কর্মকার, ইন্দ্রজিৎ তেলী, লক্ষীন্দর তেলী, বিধু ভূমিজ, বিষ্ণু তেলী প্রমুখ সংগ্রামী শ্রমিকরাও সামিল হন। এছাড়াও সেখানে মানস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    Previous articleবিশ্ব ইতিহাসে ২৭ ডিসেম্বর
    Next articleতিহার জেলে যাওয়ার পথ প্রশস্ত অনুব্রত মন্ডলের

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here