বারাসত: এক নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে অশোকনগর স্টেটস্ জেনারেল হাসপাতাল চত্বরে। মৃতের নাম উদ্ভব সরকার (২০)। হাসপাতাল সংলগ্ন মেল নার্সিং ট্রেনিং কলেজের প্রথম বর্ষের ছাত্র উদ্ভব। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। কলেজ সংলগ্ন একটি বাড়িতে ১ নভেম্বর ভাড়ায় থাকতে শুরু করে ঐ পড়ুয়া। আরও তিন জন ছাত্রের সঙ্গে একটি ঘরে ভাড়ায় থাকত সে। তাদের মধ্যে দুজন শুক্রবার বাড়িতে চলে যায়। অপর এক সহপাঠীর সঙ্গে শনিবার রাতে ছিল উদ্ভব। জানা গিয়েছে, উক্ত সহপাঠীর বাড়িও একই এলাকায়। কিন্তু রবিবার সকাল থেকেই নিখোঁজ ঐ সহপাঠী।