Home Uncategorized অর্ধেকের বেশি ভোটার আধার নম্বর জমা দিয়েছেন

অর্ধেকের বেশি ভোটার আধার নম্বর জমা দিয়েছেন

147
0

দক্ষিণ ২৪ পরগনা: বাধ্যতামূলক নয়, তবুও রাজ্যের অর্ধেকের বেশি নির্বাচকমণ্ডলী ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই কাজে শীর্ষে রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার জন্য ফর্ম জমা দিয়েছেন। প্রসঙ্গত, এবারই প্রথম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে এই আধার নম্বর জমা দেওয়ার জন্য ৬বি ফর্ম চালু করা হয়েছে। বিষয়টি পুরোটাই ঐচ্ছিক বলেও জানিয়েছে তারা। তবুও এখনও পর্যন্ত রাজ্য জুড়ে চার কোটি ভোটার এই ফর্ম জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। 

Previous articleসোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্রিয় কেন্দ্রী সরকার
Next articleশাহকে ক্লিনচিট কমিশনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here