নতুন দিল্লি, ৭ নভেম্বর: অবশেষে মোদী সরকারের একটি বড় উদ্যোগ সফলতা পেল। আর্থিক ভিত্তিতে সংরক্ষণকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। যারা উচ্চ বর্ণের নাগরিক হয়েও আর্থিকভাবে স্বচ্ছল নন, তাদের সংরক্ষণে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। তাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। এই সংরক্ষণের ফলে জেনারেল ক্যাটিগরির প্রার্থীরা শিক্ষাক্ষেত্রে ভর্তিতে সুবিধা পাবেন। এমনকি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি, কেন্দ্র সরকারের চাকরিতেও চাকরিপ্রাথীরা এই সংরক্ষণের সুবিধা ভোগ করবেন।