ব্যারাকপুর: গ্রেপ্তার হলেন দলবদলু তৃণমূল নেতা অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং। ইনি একজন হেভিওয়েট তৃণমূল নেতা। শ্যামনগরের অক্সাইড ব্যাটারি কোম্পানির ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সূত্রপাত। এই ঘটনা ঘিরে রক্তারক্তির ঘটনা পর্যন্ত ঘটে। যে ঘটনায় গ্রেপ্তার হয় দুজন। তারই মধ্যে একজন সঞ্জয় সিং।
যদিও তিনি জামিন পেয়ে গিয়েছেন। এবং বাইরে এসেই সুর চড়িয়ে বলেন, ‘আমি লড়লেই ওরা ভয় পাবে।’