Home State অমর্ত্য সেন নোবেল পাননি, বললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

অমর্ত্য সেন নোবেল পাননি, বললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

104
0

বোলপুর: অমর্ত্য সেন নোবেল পাননি। বিশ্বভারতীর উপাচার্যের এই বিস্ফোরক মন্তব্যের জবাব তাচ্ছিল্য সহকারেই দিলেন অমর্ত্য সেন। প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় বিশেষ উপাসনা শেষে বিদ্যুৎ চক্রবর্তী বলেন, উপাচার্য হিসেবে বিশ্বভারতীর জমি উদ্ধার করা ওঁর নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। অমর্ত্য সেনকে চিঠি দেওয়ার উদ্দেশ্য ওঁকে অপমান করা নয়। উনি নমস্য। কিন্তু নোবেল বিজয়ী নন। কারণ নোবেলের ডিডে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য ও বিশ্বশান্তি, এই পাঁচটি বিষয়েই নোবেল পুরস্কার দেওয়া হবে।  পরবর্তীকালে সুইডেন সেন্ট্রাল ব্যাঙ্ক আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে পুরস্কার চালু করে। সেটিকে বলা হয়, ‘ব্যাঙ্ক অব সুইডের প্রাইজ ইবন ইকনমিক সায়েন্স ইন মেমোরি অব আলফ্রে নোবেল’। তাই তথ্যের দিক থেকে কেউ যদি দাবি করেন উনি নোবেল প্রাপক, তাহলে তিনি ভুল করবেন। আমি ওঁকে বলব, কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে বিশ্বভারতীর যে ১৩ ডেসিমেল জমি কব্জা করে রেখেছেন আলোচনার মাধ্যমে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। 

Previous articleআইপিএস-এর ঘাটতি, পুলিস অ্যাকাডেমিতে ২৮৬ জনের প্রশিক্ষণ
Next articleসানমার্গ চিটফান্ড: গ্রেপ্তার মোহনবাগান-সেল ফুটবল অ্যাকাডেমির সচিব তপন রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here