Home National অমরনাথে ১৫ হাজার তীর্থযাত্রীকে নিরাপদস্থানে সরানো হয়েছে

অমরনাথে ১৫ হাজার তীর্থযাত্রীকে নিরাপদস্থানে সরানো হয়েছে

224
0

নয়াদিল্লি: প্রায় ১৫ হাজার তীর্থযাত্রীকে অমরনাথের পবিত্র গুহা মন্দির থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট একটি আকস্মিক বন্যা বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে বলে প্রশানিক সূত্রের খবর।

Previous articleঅমরনাথে নিখোঁজ হাওড়ার একই পরিবারের ৩ জন
Next articleশ্রীলংকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন, পদত্যাগ করবেন রাজাপাক্ষে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here