নিজেস্ব সংবাদদাতা, নতুন দিল্লি : অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়। এই ঘটনায় হাওড়ার একই পরিবারের তিনজন নিখোঁজ। তাঁরা হলেন হাওড়ার কালীবাবুর বাজার এলাকার বাসিন্দা শিলা সিং (৭০) ও তাঁর দুই মেয়ে ঝুমা আর প্রীতি। ঝুমা মেজো আর প্রীতি ছোট মেয়ে। বড় মেয়ে সোমা বাড়িতেই ছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার ছোট বোন প্রীতি কাঁদতে কাঁদতে ফোন করে বলে, হড়পা বানে তাঁবু ভেসে গিয়েছে। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পর থেকে বোনেদেরও ফোনে পাচ্ছি না। সোমা সংবাদমাধ্যমকে বলেন, ‘শুক্রবার বোনের সঙ্গে ওই শেষ কথা হয়েছিল। ওরা ওখানে কেমন আছে? কিছুই বুঝতে পারছি না। চিন্তা বাড়ছে। কারণ আর যোগাযোগ হয়নি বোনের সঙ্গে। তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। শুনেছি আমাদের মুখ্যমন্ত্রী, দিদি কন্ট্রোল রুম খুলেছেন। এখন তিনিই ভরসা।’
উল্লেখ্য, শনিবার অমরনাথে ক্লাউডবার্স্টে বিপর্যয়ের খবর শুনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে নিয়েছেন পদক্ষেপ। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই অমরনাথ বিপর্যয়ে আমি বিস্মিত ও হতবাক। যাঁদের পরিবারে এই বিপর্যয় নেমে এসেছে তাঁদের প্রতি সমবেদনা জানায়। যাঁরা আটকে পড়েছেন, তাঁদেরকে সহযোগিতা করা হচ্ছে। রাজ্য সরকার সবরকমভাবে পাশে আছে। ২৪ ঘণ্টার জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বর ০৩৩–২২১৪৩৫২৬। যেসব পরিবারের লোকজন অমরনাথে গিয়েছেন, যাঁদের সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছেন না, কন্ট্রোল রুম থেকে তাঁদের কী অবস্থা সব জানানো হবে।’