Home State অভিষেককে নিশানা করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

অভিষেককে নিশানা করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

195
0

নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: চাকরিপ্রার্থীদের সঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। এই নিয়ে এবার প্রশ্ন তুললেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এদিন বিকাশবাবু বলেন, অভিষেক চাকরি দেওয়ার কে? কী ভাবে চাকরি দেবেন? আগে অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদের চাকরি তো খারিজ করতে হবে। তবেই তো চাকরি দেওয়া যাবে। তিনি আরও বলেন, ফের আন্দোলনকারীদের ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। কয়েকজনকে চাকরি দিয়ে গোটা আন্দোলনকে থামানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এই চেষ্টায় ওরা আগেও সফল হননি, এবারও হবেন না।
তিনি আরও বলেন, এভাবে যদি আদালতকে এড়িয়ে আন্দোলনকারীদের চাকরি দেওয়া হয় তাহলে ফের প্রমাণিত হবে আগেও ঠিক একই রকম দুর্নীতি হয়েছিল। এর আগে ওরা এভাবেই মইদুলকে ভয় দেখিয়ে নিজেদের দলে ভিড়িয়েছে। এবার সইদুল্লাকে ডেকেছে।

Previous articleপার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল
Next articleমা হতে চলেছেন বিপাশা বসু?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here