বনগাঁ: রবিবার পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আনুমানিক দুপুর তিনটে নাগাদ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পা রাখেন অভিষেক ব্যানার্জি। তাঁর জনসংযোগ যাত্রা নবজোয়ার কর্মসূচি উপলক্ষেই তিনি ঠাকুর বাড়িতে আসেন। তাঁর আসার পূর্বে ঠাকুর বাড়ির নাট মন্দির পুলিশে ছয়লাপ হয়ে যায়। কিন্তু সর্ব ভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নাট মন্দির থেকে পুলিশকে বেরিয়ে যেতে বলেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে কুমন্তব্য করেছেন। তাই যতক্ষণ না তিনি হাত জোড় করে ক্ষমা চাইছেন, ততক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মতুয়া সম্প্রদায়ের পাগল গোসাঁই ও দলপতিরা সেটা হতে দেবে না। বাস্তবে সেটাই হল। অভিষেক ঠাকুরনগরে পা রাখার সঙ্গে সঙ্গে মূল মন্দিরের দরজায় তালা লাগিয়ে দরজার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পাগল গোসাঁই ও দলপতিরা। ধিক্কার স্লোগানের পাশাপাশি চোর চোর স্লোগানও উঠতে থাকে মতুয়া ভক্তদের মধ্য থেকে।
অবশেষে মূল মন্দিরে প্রবেশ করতে না পেরে অভিষেক পাশের মন্দিরে পূজো দেন এবং বাইরে এসে এই সমস্ত ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।