নতুন দিল্লি: ২৬ বছরের পুরোনো মামলায় দুই বছরের জেল হল অভিনেতা রাজ্ বব্বরের। সেই সঙ্গে ৮৫০০ টাকা জরিমানাও করা হয়েছে এই কংগ্রেস নেতাকে। জানা গিয়েছে, ঘটনাটা ১৯৯৬ সালের। রাজ্ বব্বর লোকসভা নির্বাচনের সময় এক সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়া, অপমান ও শারীরিক নিগ্রহ করেছিলেন। সেসময় পোলিং অফিসার কৃষ্ণ সিং রানার অভিযোগ করেন রাজ্ বব্বরের বিরুদ্ধে। বৃহস্পতিবার লখনৌ আদালতে তার রায়দান হল।