রামপুরহাট: মানুষ হাতে কাজ পাননি। বিভিন্ন পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে। বিজেপি পরিচালিত মল্লারপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এক সুরে একথা বলছে তৃণমূল, সিপিএম এবং সাধারণ মানুষ। যদিও পঞ্চায়েতের উপপ্রধান সমীর লোহারের দাবি, যথেষ্ট উন্নয়ন হয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন বলেই রাজনৈতিক কথাবার্তা বলছেন তৃণমূল ও সিপিএম নেতারা। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে পঞ্চায়েতের ব্যর্থতা নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে মল্লারপুরে।