মালদহ: মাত্র ৪৮ ঘণ্টা আগে উদ্বোধন হয়েছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। ইতিমধ্যেই প্রবল উৎসাহ ও হুজুগের বশে অনেকেই সওয়ার হতে চাইছেন এই নতুন প্রিমিয়াম ট্রেনে। কৌতূহল বা উৎসাহ এতটাই বেশি যে কলকাতাগামী অন্যান্য ট্রেনের টিকিট বাতিল করে অনেকেই এই ট্রেনে পাড়ি দিতে নতুন করে চড়া দাম দিয়ে টিকিট কাটছেন। তবে বন্দে ভারতের সময় সারণী নিয়ে এখনও যথেষ্ট অনুযোগ রয়েছে মালদহের বাসিন্দাদের। তবে আপাতত সবকিছু দূরে সরিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করতে মুখিয়ে রয়েছেন সকলেই।
মালদহ থেকে কলকাতা যাতায়াতের জন্য জেলার বাসিন্দাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে গৌড় এক্সপ্রেস। রাতে ৯টা বেজে ৩৫ মিনিটে ছেড়ে ভোর ৫টা নাগাদ শিয়ালদহে পৌঁছয় বরকত গনিখান চৌধুরীর আমলে চালু হওয়া গৌড় এক্সপ্রেস। এছাড়াও পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, দার্জিলিং মেইল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেসেও অনেকে মালদহ থেকে কলকাতায় যান। এই সব ট্রেনই রাতের বিভিন্ন সময়ে মালদহ টাউন স্টেশন ছেড়ে শিয়ালদহ বা হাওড়ায় পৌঁছয় ভোরের দিকে। অনেকের আবার পছন্দের তালিকায় রয়েছে শতাব্দী এক্সপ্রেস। সকাল ৮টা ৫০ মিনিটে মালদহ টাউন স্টেশন ছেড়ে এই প্রিমিয়াম ট্রেনটি কলকাতায় পৌঁছয় দুপুর ১টা ৩৫ মিনিটে।