নিজস্ব সংবাদদাতা, বীরভূম: শুক্রবার বোলপুরে আচমকা অনুব্রতর “ভোলে ব্যোম” রাইস মিলে সিবিআই হানা। একাধিক দলে ভাগ হয়ে তদন্ত করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মাপা হয় রাইস মিলের ধান শুকানোর চাতাল। মিল থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন নথি। মিলের পাশে সারি দিয়ে রাখা হয়েছে একাধিক লরি। সেগুলি মাল পরিবহনের কাজে ব্যবহার হত বলে জানা গিয়েছে। এছাড়াও ভিতরে রয়েছে বিলাসবহুল ৫টি দামি গাড়ি। সূত্রের খবর, ২০১৭ সালে মিলটি মণ্ডল পরিবারের নামে কেনা হয়েছিল। মূল্য হিসেবে প্রথমে ১৪ লক্ষ ৯০ হাজার টাকা; পরে আরও ৮ লক্ষ টাকা দেওয়া হয়। অনুব্রতর মেয়ে সুকন্যা এখানে মাঝেমধ্যে আসতেন। মিলে আসতেন একাধিক সরকারি অফিসার। মিলের ছাই উড়ে স্থানীয় বাড়িগুলিতে পড়তেই বাসিন্দারা প্রতিবাদ করতেন। যদিও তাঁদের গণতান্তিক অধিকার হরণ করা হয়েছিল। পাল্টা রাইস মিলের পাশের এলাকা খালি করার জন্য হুমকি দিতেন সুকন্যা, এই অভিযোগ এলাকাবাসীর।