নয়াদিল্লি: ভারতে প্রত্যেক মানুষের তাঁদের ইচ্ছামতো ভগবানকে বেছে নেওয়ার অধিকার রয়েছে। আর একজন ব্যাক্তির আধ্যাত্মিক গুরুকে পরমাত্মা হিসাবে স্বীকৃতি দিতে হবে। সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করেন এক ব্যাক্তি। আর এই আবেদন নাকচ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি এমআর শাহ ও সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ।
ভারতের নাগরিকদের শুধু শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পরামাত্মা হিসাবে প্রার্থনা করতে হবে এই আবেদনকে মানা যায় না। এই দাবির জন্য মামলার আবেদনকারী উপেন্দ্রনাথ দলাইকে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
আদালত জানিয়েছে, এবার জনস্বার্থ মামলা করার আগে দুবার ভাবতে হবে আবেদনকারীকে। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, যদি আপনি চান তবে তাঁকে পরমাত্মা বলতেই পারেন। কিন্তু অন্যদের উপর চাপিয়ে দেওয়া যাবে না।
ফলে আদালতে বড় ধাক্কা খেলেন ওই ব্যক্তি। পাশাপাশি, আদালত ওই ব্যাক্তিকে সতর্ক করে দিয়েছে। ভারত যে ধর্মনিরপেক্ষ দেশ ও সেখানে একজন ধর্মগুরুকে এভাবে পরমাত্মা হিসাবে ঘোষণা করা যায় না, সেরকম কিছু চাপিয়ে দেওয়া যায় না, এনিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।