কলকাতা: অনলাইন শপিংয়ে মজেছে সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে সেই অভ্যাস বেড়ে গিয়েছে কয়েক গুণ। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, বড় শহরগুলির বাসিন্দারা অনলাইন শপিংয়ে যতটা অভ্যস্ত, তার সঙ্গে পাল্লা দিচ্ছে মাঝারি ও একেবারে ছোট শহরগুলিও। মজার বিষয়, অনলাইন শপিংয়ে মহিলাদের থেকে পুরুষদের খরচের হাত অনেক বেশি লম্বা। পুরুষদের মাথাব্যথা পণ্যটির গুণমান নিয়ে। আর মহিলারা? সমীক্ষাটি বলছে, তাঁরা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন ডেলিভারির সময় নিয়ে। যা কিনছেন তা বদলানো যাবে কি না, সেটা নিয়েও চিন্তার অন্ত থাকে না বহু মহিলার!