সংবাদদাতা: ডায়েটিং থেকে শুরু করে হাড়ভাঙা পরিশ্রম করে শরীরচর্চা- কিছুই বাদ নেই। একবারে ৯০ কেজি ওজন কমাতে গিয়ে ঘটল বিপত্তি। মাত্রাতিরিক্ত ধকলের ফলে মৃত্যু হল চিনা তরুণীর। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে খুবই পরিচিত ছিলেন ওই তরুণী। মাত্র ২১ বছর বয়সে তরুণীর মৃত্যুর পরে প্রশ্ন উঠছে ওজন কমানোর পদ্ধতি নিয়ে।
সূত্রের খবর, দিনরাত এক্সারসাইজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন কুইহুয়া। ভিডিও করার সময়েও ধরা পড়েছে তাঁর অসুস্থতা। যদিও ওই ক্যাম্পের আয়োজকদের মতে, মাত্র ৬ মাসের মধ্যেই ৩৬ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন কুইহুয়া। কয়েকদিনের মধ্যেই ৯০ কেজি ওজন কমানোর লক্ষ্যে আরও কঠোরভাবে চেষ্টা করছিলেন তিনি। সেই ঝুঁকি নিতে গিয়েই তাঁর মৃত্যু হল।
জানা গিয়েছে, ওজন কমানোর জন্য একটি ক্যাম্পে যোগ দিয়েছিলেন মৃত তরুণী কুইহুয়া। কী ধরনের ব্যায়াম, শারীরিক কসরত করে রোগা হওয়া যাচ্ছে- সমস্ত তথ্য নিয়ে নিয়মিত ভিডিও বানাতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলির দৌলতে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। দশ হাজারেরও বেশি ফলোয়ার ছিল কুইহুয়ার। ভিডিও থেকেই দেখা যায়, খুবই কম পরিমাণে খেতেন তিনি। তার সঙ্গে ছিল কঠোর এক্সারসাইজও।