নয়াদিল্লি: এবার ‘অগ্নিবীর’ নিয়োগ প্রক্রিয়ায় বদল করল সেনা বিভাগ। এবার থেকে প্রথমেই প্রার্থীদের সাধারণ প্রবেশিকা পরীক্ষা (সিইই) দিতে হবে। তারপর হবে শারীরিক ফিটনেস ও মেডিক্যাল পরীক্ষা। ভারতীয় সেনাবাহিনীর তরফে ইতিমধ্যেই এব্যাপারে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে চলতি মাসের মাঝামাঝি সময়ে। সেক্ষেত্রে অগ্নিবীর নিয়োগের জন্য দেশের ২০০টি কেন্দ্রে প্রথম সিইই নেওয়া হতে পারে। এরজন্য প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত বলে সূত্র মারফত জানা গিয়েছে। তিনটি ধাপে অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রসঙ্গত আগে প্রথমে ফিটনেস পরীক্ষা দিতে হত প্রার্থীদের। দ্বিতীয় ধাপে মেডিক্যাল পরীক্ষা দিতে হত। সবশেষে ছিল সিইই পরীক্ষা। এবার সেই কাঠামোতে বদল করা হয়েছে। এবার থেকে প্রার্থীদের প্রথমেই সাধারণ প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।