দিল্লি: কৃষি আইনের মতো অগ্নিপথ প্রত্যাহারে বাধ্য হবে মোদী সরকার। এমনই দাবি করলেন রাহুল গান্ধী। শনিবার টুইটারে তিনি লেখেন, জয় জওয়ান, জয় কিষান প্রকল্পকে অসম্মান করেছে মোদী সরকার। আমি আগেই বলেছিলাম যে, কালো কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হবে সরকার। একই ভাবে ওঁকে দেশের যুবদের কথা শুনতেই হবে, ফেরাতে হবে অগ্নিপথ প্রকল্প ।’
রাহুলের মতো একই ভাষায় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি অভিযোগ করেন, ‘মোদী সরকার বেকার যুবকদের কষ্ট বোঝে না। বরং তাঁদের চাকরি কেড়ে নেয়।’
প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। চলমান বিক্ষোভে বিহারে সবচেয়ে বেশি হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবী ও বিহার বিজেপির সভাপতি ও পশ্চিম চম্পারণ সাংসদ সঞ্জয় জয়সওয়ালের বাড়িতে হামলা হয়। গত কয়েকদিনে মুজাফফরপুর, বেগুসরাই, বক্সারে বিক্ষোভের ফলে রাজ্যে রেলওয়ে ট্র্যাফিক অবরুদ্ধ হয়। ট্রেনের কোচে আগুন দেওয়া হয়। প্রশাসন গত তিন দিনে প্রায় ৩২০ জনকে গ্রেফতার করেছে। রাজ্যে হিংসা ও বিক্ষোভের জন্য ৬০টি এফআইআর নথিভুক্ত হয়েছে।