নিজস্ব সংবাদদাতা: প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বুধবার থেকে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে বিহারে সবচেয়ে বেশি হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার হামলা হয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবী, বিহার বিজেপির সভাপতি ও পশ্চিম চম্পারন সাংসদ সঞ্জয় জয়সওয়ালের বাড়িতে । গত কয়েকদিনে বেগুসরাই, মুজাফফরপুর, বক্সারে বিক্ষোভের ফলে রাজ্যে রেলওয়ে ট্র্যাফিক অবরুদ্ধ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে ট্রেনের কোচে । গত তিন দিনে প্রশাসন এখনও অবধি প্রায় ৩২০ জনকে গ্রেফতার করেছে। রাজ্যে ৬০টি এফআইআর নথিভুক্ত হয়েছে হিংসা ও বিক্ষোভের জন্য।
অগ্নিপথের প্রতিবাদকে ঘিরে ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে বিহারের পরিস্থিতি। আন্দোলনকারীরা জেহানাবাদে বাস, লরিতে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। অগ্নিপথের বিরোধিতায় শনিবার বিহার বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ডাকা হয়েছে ২৪ ঘণ্টার বনধ । বিহারের সমস্ত বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট, ট্রেন অবরোধ, অগ্নিসংযোগ, চলছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে দারভাঙ্গা ও সমস্তিপুরে। ৪৮ ঘণ্টার জন্য রাজ্যের ১২টি জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। রাষ্ট্রীয় জনতা দল, বিকাশশীল ইনসান পার্টি, হিন্দুস্তান আওয়াম মোর্চার মতো দলগুলি সেই বনধকে সমর্থন করেছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন ।