কলকাতা: বয়স সাকুল্যে ২ বছর ২ মাস। এই একরত্তিকে ছাড় দেয়নি কর্কট রোগ। স্নায়ুকোষে বাসা বেঁধেছিল মারাত্মক আগ্রাসী ক্যান্সার নিউরোব্লাস্টোমা। সরকারি ক্ষেত্রে এই প্রথম স্টেম সেল প্রতিস্থাপন করে তাকে নবজীবন দিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এখানকার মেডিক্যাল অঙ্কোলজি বিভাগ এই চমকপ্রদ ঘটনাটি ঘটিয়েছে। বিভাগীয় প্রধান ডাঃ স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘রক্তের ক্যান্সার বাদে শরীরের বাকি অংশের ক্যান্সারে স্টেম সেলের সফল প্রয়োগ রাজ্যে এই প্রথম। শিশু ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এই কাজে আমাদের সাহায্য করেছে’।
সূত্রের খবর, শুধু এই একরত্তি নয়, অণ্ডকোষের জার্ম সেল ক্যান্সারেও স্টেম সেল প্রয়োগে অভূতপূর্ব সাফল্য মিলেছে মেডিক্যালে। স্বপন সর্দার (নাম পরিবর্তিত) নামে ৩৯ বছরের যুবক নতুন জীবন পেয়েছেন এই থেরাপিতে। মাসদুয়েক আগে ওই শিশুর থেরাপি শুরু হয়। শিশুটির পেটে স্নায়ুকোষে নিউরোব্লাস্টোমা ধরা পড়ে। এই ধরনের ক্যান্সার আবার ‘কেমো সেনসেটিভ’। কেমোথেরাপি দিলে ক্যান্সার কোষ বিনষ্ট হয় বটে, তবে পরে তা ফের মাথাচাড়া দিতে পারে। সেই আশঙ্কা থেকেই যায়। সে কারণে মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের চিকিৎসকরা স্টেম সেল থেরাপির সিদ্ধান্ত নেন।