বারুইপুর: রাষ্ট্রপতি শাসন জারি হলে তবেই পঞ্চায়েতে নিরপেক্ষ ভোট সম্ভব। পুলিস বলছে বিজেপি করা যাবে না। তৃণমূল নেতাদের কাছ থেকে প্রতি বুথে জিতিয়ে দেবার জন্য তারা ৫০ হাজার টাকা করে কন্ট্রাক্ট নিচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনারকে এই বিষয়টি জানানো হবে।
শনিবার কুলতলিতে বিজেপির একটি অনুষ্ঠানে এ কথা বলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কুলতলি ব্লকের মেরিগঞ্জ ২ পঞ্চায়েতে গিয়েছিলেন রাজ্য সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। এই পঞ্চায়েতে কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিন তা দেখতে আসেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন আছে বলে তো মনে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই নির্বাচন কমিশন চালাচ্ছেন।’ এদিন সুকান্তবাবু স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের কাছ থেকে ভোট সংক্রান্ত অশান্তির খোঁজখবর নেন। অভাব-অভিযোগ শোনেন।