মিজোরাম রোডে বাইক দুর্ঘটনা

    108
    0

    শিলচর: বোলেরো গাড়ী ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়ানক দুর্ঘটনা ঘটল। মিজোরাম রোডের আওলিয়া বাজারের নিকটবর্তী স্থানে দুর্ঘটনাটি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, বাইকটি শিলচর অভিমুখে আসছিল ধীর গতিতে এবং আওলিয়া বাজারের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে আসা বোলেরো গাড়িটি রংসাইডে এসে সজোরে ধাক্কা মারে। তৎক্ষণাৎ বাইক আরোহী বাইক সমেত লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আশেপাশের জনগণ জড়ো হয়ে বাইক আরোহীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায়। তাঁরা তাঁকে শিলচর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এবং রাঙ্গীরখাড়ি আউট পোস্টে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে রাঙ্গীরখাড়ি পুলিশ।

    Previous articleবিশ্ব ইতিহাসে ৮ জানুয়ারি
    Next articleশিলচর রাধামাধব কলেজের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here