রেওয়া, ২২ অক্টোবর: মধ্যপ্রদেশে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। ২০ জনের অবস্থা সঙ্কটজনক। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। বাসটিতে অধিকাংশ যাত্রীই পরিযায়ী শ্রমিক ছিল বলে জানা গিয়েছে। মৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক এবং অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে কাজে গিয়েছিল। দীপাবলি উপলক্ষে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।