Home Uncategorized ভারতে পিছিয়ে পড়ছেন মহিলা, গরিবরা

ভারতে পিছিয়ে পড়ছেন মহিলা, গরিবরা

169
0

নয়াদিল্লি: ভারতে জাতপাত, ধর্ম, লিঙ্গ, শ্রেণি ও ভৌগোলিক অবস্থানের কারণে ক্রমবর্ধমান বৈষম্যের চিত্র প্রতিফলিত হচ্ছে ডিজিটাল ক্ষেত্রেও। ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ৬১ শতাংশ পুরুষের কাছে ফোন রয়েছে। তার তুলনায় মাত্র ৩১ শতাংশ মহিলার কাছে রয়েছে মোবাইল ফোন। অক্সফ্যাম ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্টে এই দাবি করা হল।

সোমবার অক্সফ্যাম ইন্ডিয়া তাদের এই রিপোর্টটি প্রকাশ করেছে। নাম ‘ইন্ডিয়া ইনইক্যুয়ালিটি রিপোর্ট ২০২২: ডিজিটাল ডিভাইস’। এই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমাবন্ধ হয়ে রয়েছে মূলত পুরুষ, শহুরে ও উচ্চবর্ণ মানুষ ও পরিবারগুলির মধ্যে। কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে ৮ শতাংশ সাধারণ শ্রেণিভুক্ত মানুষের কাছে। যদিও তফসিলি উপজাতির ক্ষেত্রে তা মাত্র ১ শতাংশ। আর মাত্র ২ শতাংশ তফসিলি জাতিভুক্ত মানুষের কাছে রয়েছে কম্পিউটার বা ল্যাপটপ। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-এর সমীক্ষায় উঠে আসা তথ্যের বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করেছে অক্সফ্যাম ইন্ডিয়া। 

Previous articleসোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর্জেন্তিনায় যোগদানের ‘ফর্ম’
Next articleছেলের হাতে খুন অভিনেত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here