জলপাইগুড়ি: বঙ্গভঙ্গের উস্কানির তীব্র বিরোধিতা করলেন অভিনেতা মীর। তিনি বলেন, যেকোনও ভাগাভাগির ব্যাপারে আমি বিশ্বাসী নই। এসব প্রশ্রয় দেওয়া উচিত নয়। এভাবেই প্রতিক্রিয়া দিলেন মীর আফসার আলি। সোমবার জলপাইগুড়ি শহরে শিল্পসমিতি পাড়ায় একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে আসেন তিনি। তাঁর কথায়, আমাদের ভাঙতে বাইরে থেকে প্রচুর শক্তি আসে। আমরা ভাঙতে ভাঙতেও ভাঙি না। উৎসবের সময় সবাই এক হয়ে যাই। যখনই দেখি উৎসবের আঙিনায় সবাই এক হচ্ছে, একসঙ্গে মেতে থাকছে, তখন তো আমার মনে হয় আমরা সত্যি সত্যি সকলে একই পরিবারের সদস্য। দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজো গেল। ওই সময় মানুষকে দেখে মনে হয়নি যে, মানুষ ভাগ হতে রাজি আছে।