মানুষকে ভাগ করতে চাই না: মীর

    183
    0

    জলপাইগুড়ি: বঙ্গভঙ্গের উস্কানির তীব্র বিরোধিতা করলেন অভিনেতা মীর। তিনি বলেন, যেকোনও ভাগাভাগির ব্যাপারে আমি বিশ্বাসী নই। এসব প্রশ্রয় দেওয়া উচিত নয়। এভাবেই প্রতিক্রিয়া দিলেন মীর আফসার আলি। সোমবার জলপাইগুড়ি শহরে শিল্পসমিতি পাড়ায় একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে আসেন তিনি। তাঁর কথায়, আমাদের ভাঙতে বাইরে থেকে প্রচুর শক্তি আসে। আমরা ভাঙতে ভাঙতেও ভাঙি না। উৎসবের সময় সবাই এক হয়ে যাই। যখনই দেখি উৎসবের আঙিনায় সবাই এক হচ্ছে, একসঙ্গে মেতে থাকছে, তখন তো আমার মনে হয় আমরা সত্যি সত্যি সকলে একই পরিবারের সদস্য। দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজো গেল। ওই সময় মানুষকে দেখে মনে হয়নি যে, মানুষ ভাগ হতে রাজি আছে।

    Previous articleদুই মহিলা স্বাস্থ্যকর্মী রাষ্ট্রপতি পুরস্কার পেলেন
    Next articleবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিজ্ঞানের ছাত্র অভীকের

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here