অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
লেখাপড়া পাঠশালা বর্ণবোধ শুরু,
মাতা পিতা গুরুজন শিক্ষাদাতা গুরু,
কৃষিকাজে হালচাষী ফসলের তরু,
আইনে উকিল জর্জ পরাজয়ে হারু।
শাস্ত্রের বিধান দাতা ধর্মগুরু মানি,
চোরে না শোনে কখনো ধর্মের কাহিনী,
অসৎসঙ্গে সর্বনাশ সকলেই জানি,
সাধুবেশে চোর্যবৃত্তি প্রাণ টানাটানি।
কাগুজে বাঘে হুঙ্কার ক্ষমতার নাশ,
পাঁচন হাতে রাখালে দেশসেবা বাঁশ,
সিংহাসনে আরোহণ যারা কাটে ঘাস,
তাদের নামকরণে ভর্তি ইতিহাস।
গণ্ডার চামড়া গায়ে নির্বোধের বাণী,
করেঙ্গে ইয়ে লড়েঙ্গে হাত নাড়ে রানী।