মানস রায়
কালো ধুলোভরা আকাশের নিচে
বৃষ্টির প্রতিটা কণায় মিশে থাকা তুমিতে
ভিজতে চাই আবারও।
বাতাসের শিরায় শিরায়
ক্লান্ত হওয়া পথিকের ন্যায়
যাযাবর হয়ে ঘুরতে চাই আবারও।
প্রতিটি নিশ্বাসে বেঁচে থাকা তীব্র অসুখে
ওষুধ হয়ে যেদিন ফিরবে তুমি,
ধূপের সুগন্ধে মাতোয়ারা সময়ে
আমার ললাটে টপটপ করে
তোমার অশ্রুবিন্দু বিদ্ধ করবে আমার শরীর।
অট্টহাস্যে ফেটে পড়া জগতের বুকে
ক্ষুদ্র ক্ষুদ্র আগুনের ফুলকি
ঝড়ে পড়ুক ছাই হয়ে আমার অস্তিত্বে।
হালকা ভেজা চুলে
অপ্রয়োজনীয় সব ভুলে
মৃত ঘোষিত এই সমাজ।
অসুখের বেলাশেষে
ভগবানের পরিহাসে
রইবো না, হবো বিলীন…………