কলকাতা: স্বাস্থ্যদপ্তরের সঙ্গে পিপিপি মডেলে কাজ করে একাধিক বেসরকারি পরীক্ষাকেন্দ্র। সরকারের কাছ থেকে তাদের মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ। কারও চার মাসের উপর বিল বকেয়া রয়েছে। কারও পাওনা প্রায় ছ’কোটি টাকা। সরকার বকেয়া অর্থ না মেটালে কাজ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল বহু সংস্থা। এই সমস্যা মেটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে বিনামূল্যে চলা ডায়ালিসিস ও অন্যান্য রোগ পরীক্ষা খাতে ৫২ কোটি টাকা (৫২.৩১ কোটি) বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। ৬ ফেব্রুয়ারি নির্দেশনামা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্যভবন। সরকারি হাসপাতালগুলির জন্য বরাদ্দ হয়েছে ৪৩.০৫ কোটি টাকা। পিপিপি মডেলের ডায়ালিসিস পরিষেবা খাতে বরাদ্দ ৯.২৬ কোটি টাকা। এই নির্দেশনামা প্রকাশের পর সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করা বেসরকারি সংস্থাগুলি কিছুটা স্বস্তি পেয়েছে বলে জানিয়েছে।