নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বীরভূমের ইলামবাজার পশুহাট থেকে গোরু পাচারের অভিযোগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। অনুব্রত গ্রেপ্তারের পরে পরেই রাজ্যের বহু জায়গায় গুড় – বাতাসা বিলি করে উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি- সিপিআইএম কর্মী, সমর্থকেরা। এদিকে, রাজ্য জুড়ে ইডি -সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল। সেই মত ইলামবাজারেও অনুব্রতর সমর্থনে মিছিল করে তৃণমূল। মিছিল শেষে পথসভা করা হয়। সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা দুলাল রায় বলেন, নার্ভাস হওয়ার কোনও কারণ নেই। এই ইলামবাজারে যদি কেউ গুড় -বাতাসা বিলি করে, তার পিঠের চামড়ায় চড়াম -চড়াম করে ঢাক বাজাব।কথা দিয়ে রাখছি।” কার্যত হুশিয়ার দেন এই তৃণমূল নেতা।