নিজস্ব সংবাদদাতা: আরও ১০০ জন ইডি আধিকারিক বাংলায় আসছেন বলে সূত্রের খবর। সঙ্গে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। তাঁদের জন্য বিশেষ চার্টার্ড বিমান তৈরি। সূত্রের খবর, বাংলার বিভিন্ন জেলায় চলবে ইডি-র ননস্টপ অপারেশন।তার ব্লুপ্রিন্ট তৈরি। সঙ্গে থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।