নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাংলায় হবে না ঘূর্ণিঝড় “ইয়াশ”। গত এক সপ্তাহ ধরে এই দাবি করছেন বিতর্কিত মেঘ মল্লার বাদক নৃপেন্দ্রকৃষ্ণ রায়। কলকাতার বাসিন্দা নৃপেন বাবু পেশায় হাইকোর্টের আইনজীবী হলেও, রেইন ম্যান বা কলকাতার তানসেন নামে বেশি পরিচিত। উল্লেখ্য, নৃপেন বাবু একজন উচ্চমানের মেঘ মল্লার বাদক। দেশের বিভিন্ন রাজ্যে যখন খরা পরিস্থিতি থাকে, তখন বৃষ্টি আনার জন্য মেঘ মল্লার বাজানোর ডাক পড়ে তাঁর।
এ প্রসঙ্গে বলা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে ভারতীয় জনসংঘের প্রার্থী হয়েছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ রায়। সেই সময় ভোট প্রচার চলাকালীন তিনি ভ্রাম্যমান গাড়িতে মেঘ মল্লার বাজিয়েছিলেন। এরপর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় পর পর দুই দিন বৃষ্টি নামে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস না থাকা সত্বেও সেই বৃষ্টি নামাতে অবাক হয়েছেন অনেকে।
সম্প্রতি কয়েক দিন ধরে তিনি এই মেঘ মল্লার সুরে বাঁশি বাজিয়ে ঘূর্ণিঝড় ইয়াশ’কে বাংলায় দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন। এমনটাই দাবি করেছেন কলকাতার রেইনম্যান নৃপেন বাবু। তাঁর দাবি, আবহাওয়া দপ্তরের এতদিন বক্তব্য ছিল, ঘূর্ণিঝড় ইয়াস গঠিত হবে ২২ মে থেকে। এখন তারা বলছেন এই ফরমেশন শুরু হয়েছে ২৪ মে। তাহলে কি নৃপেন বাবুর কথা এবং কাজ ফলতে শুরু করেছে? তাঁর দাবি, আমি বাঁশি বাজানোর ফলে সেই ফর্মেশনটা হয়নি। আবহাওয়া দপ্তরের এখনকার বক্তব্য অনুযায়ী, এই ফরমেশন হয়েছে ২৪ মে। এই নিয়ে সোশ্যাল সাইটে চলছে জোর বিতর্ক। বিষয়টা এখন ভাইরাল হওয়ার পর্যায়ে।
ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার ফেসবুকে তাঁর মেঘ মল্লার বাজানোর ভিডিও লাইভ করেছেন। তাঁর সঙ্গে এই লাইভ প্রোগ্রামে বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন উত্তরাখণ্ড থেকে সায়েন্টিস্ট শুভ্র চক্রবর্তী, আসাম থেকে বঙ্গাইগাঁও রাজকুমার অমৃতলাল দাস, সৌমি রায়, কার্টুনিস্ট সুদান শেখর। এখন অপেক্ষা শুধু ২৬ মে বুধবার। ঐদিন সত্যিই কি আবহাওয়া দপ্তরের কথামতো ইয়াস আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলে? নাকি নৃপেন বাবুর কথামতো তাঁর বাঁশি বাজানোর ফলে পশ্চিমবঙ্গে অপেক্ষাকৃত দুর্বল হয়ে সরে যাবে বাংলাদেশের উপকূলে!