নদীয়া: নদীয়ার নবদ্বীপ শহরে সাতসকালে নিয়ন্ত্রণহীন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ শহরের দন্ডপানিতলা ঘাট মোড় এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকালে আনুমানিক ৮.১৫ নাগাদ একটি ওভারলোড বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে সামনের চাকায় পিষ্ট করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, মৃত ব্যক্তির নাম বিমল পাল, বয়স আনুমানিক ৭০ বছর। বাড়ি নবদ্বীপ শহরের চটির মাঠ এলাকায়। দন্ডপানিতলা এলাকায় একটি ফার্নিচার শোরুমে কাজ করতেন তিনি। প্রতিদিনের ন্যায় এদিনও বাড়ি থেকে কাজে যোগ দিতে আসছিলেন। সেসময় আচমকাই লড়িটি পিষে দেয় তাঁকে। স্থানীয়রা লরি ও তাঁর চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ গিয়ে লরি ও চালককে নিজেদের হেফাজতে নেয়।
সামগ্রিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিদিনই এই এলাকা দিয়ে চোরাই বালি তাও আবার ওভারলোড করে যাতায়াত করত। সামনেই দুটো স্কুল। কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়াই বালি বোঝাই লরি বেপরোয়াভাবে চলাফেরা করে। তারা আরও বলেন, ওভার লোড থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।