ডিসেম্বরে জোকা-তারাতলা মেট্রো

    157
    0

    কলকাতা: কলকাতা মেট্রো রেলের নতুন নতুন পালক জুড়ছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ-সেক্টর ফাইভের পর এবার জোকা-তারাতলা মেট্রোরেল চালু হচ্ছে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই চালু হবে নতুন মেট্রো রুট। জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার। এই পথেই ছুটবে মেট্রো । এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।

    উল্লেখ্য, জোকা থেকে তারাতলা রুটে মেট্রোর কাজ শুরু হয়েছিল প্রায় ১২ বছর আগে। জমি জট, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়, করোনার থাবা সহ নানা কারণে বারবার কাজের গতি বাধাপ্রাপ্ত হয়েছে। অবশেষে এলো সুখবর। চলতি বছরের ডিসেম্বরেই মেট্রো রেলের যাত্রা শুরু হবে নয়া রুটে।

    Previous articleযুগলের গোপন ভিডিও ফাঁস হওয়ায় আত্মঘাতী যুবক
    Next articleবটম অ্যাশ প্রযুক্তির পেটেন্ট পেল সিইএসসি লিমিটেড

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here