নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণ। শনিবার পৌনে ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে এখানকার একটি সরকারি স্কুলের ছাদে। স্কুলের প্রধান শিক্ষক জানান, সবে স্কুলের দ্বিতীয় ক্লাস শুরু হয়েছে। তখনই আচমকা ঘটে এই ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় পুরো স্কুল বাড়ি কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যে।