চণ্ডীগড়: আফতাব কাণ্ডের পর এবার স্টেশন চত্বর থেকে উদ্ধার হল স্যুটকেস বন্দি দেহ। মঙ্গলবার পাঞ্জাবের জলন্ধরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । স্টেশনের বাইরেই পড়েছিল লাল রঙের স্যুটকেসটি। রেলযাত্রী ও স্থানীয়দের সেটি দেখে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস ওই সুটকেস খুলে হতবাক হয়ে যায়। দেখা যায় স্যুটকেসের ভিতর এক ব্যক্তির দেহ রয়েছে। অজ্ঞাতপরিচয় দেহটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এজন্য বিভিন্ন থানা এলাকাকে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে।