রায়পুর: গায়ের রং ‘কালো’! এই অভিযোগ তুলে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্বামী। পাশাপাশি আবেদন করেন বিবাহবিচ্ছেদেরও। সম্প্রতি তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। বিচারপতি গৌতম ভাদুড়ি ও বিচারপতি দীপক কুমার তিওয়ারির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এই মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। গায়ের রংকে কেন্দ্র করে কটাক্ষ, পক্ষপাত থেকে বেরিয়ে আসতে হবে সমাজকে। ফর্সা, গাঢ়— এহেন বৈষম্য সমাজের জন্য ক্ষতিকারক। গায়ের রং বিচার্য নয়, হতে পারে না।’ গত মাসে একই যুক্তিকে এই বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত।