Home Literature খেলা

খেলা

250
0

মৃন্ময় ভট্টাচার্য

খেলতে নেমে বুঝে গেলাম
খেলাটা নয় সহজ অতো,
প্রতিপদেই দিতে বাধা
প্রতিপক্ষ সদাই রত।

বিপক্ষহীন হয়না খেলা
ফাঁকা মাঠ খেলার নয়,
মরণপণ থাকলে জেদ
তবেই খেলা জেতা যায়।

ঘুমিয়ে দেখা জেতার স্বপ্ন
হয়না সফল কোনো কালে,
ভাঙলো যে ঘুম সন্ধ‍্যা হলে
শেষের বাঁশি বাজলো বলে।

Previous articleদ্বৈতবাদ
Next articleঊষা কূজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here