Home National কেরালায় রাজনৈতিক হিংসা বাড়ছে: প্রিয়াঙ্কা গান্ধী

কেরালায় রাজনৈতিক হিংসা বাড়ছে: প্রিয়াঙ্কা গান্ধী

239
0

৩১ মার্চ, নতুন দিল্লি: বাংলায় বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হলেও কেরালায় তাদের বিরোধী প্রতিপক্ষ সেই বামেরাই। সেজন্য আজ, বুধবার এখানকার চালাকুড়িতে কংগ্রেসের জনসভায় এসে বামপন্থী জোট লেফট ডেমোক্রেসি ফ্রন্টের বিরুদ্ধে আক্রমণ শানালেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। এদিন তিনি এখানকার জনসভায় ভাষণ দেওয়ার সময় অভিযোগ করেন, ‘কেরালায় রাজনৈতিক হিংসা বেড়ে চলেছে।” তাঁর আরও অভিযোগ, ‘এলডিএফ-এর ঘৃণ্য রাজনীতির জন্য সেখানে এই উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ‘
রাজীব কন্যা প্রতিশ্রুতি, ‘আমরা কথা দিচ্ছি, রাজ্যে ক্ষমতায় এলে শান্তি স্থাপন করব এবং এই বৈষম্য ও অস্থিরতা বন্ধ করব। সেই সঙ্গে খুন, হিংসা ও ঘৃণার রাজনীতিও বন্ধ হবে।’

প্রিয়াঙ্কা উল্লেখ করেন, ‘কেরালায় ৫০ শতাংশ কংগ্রেস কর্মীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। সেজন্য আমরা গর্বিত যে, রাজ্যের ৫০ শতাংশ প্রার্থী ২০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে করা সম্ভব হয়েছে।’

সূত্রের খবর, আজ কেরালার জনসভার পর আগামী ৩ এপ্রিলে তামিলনাড়ুর কন্যাকুমারিতে প্রিয়াঙ্কার জনসভা আছে। এরপর তিনি শ্রীপেরুমবুদুরেও যাবেন। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর বাবা রাজীব গান্ধীকে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা।

Previous articleমমতার পায়ে কিছুই হয়নি, ক্রেপ ব্যাণ্ডেজ বেঁধে ঘুরে বেড়াচ্ছেন?
Next articleবেলুড় মঠে জেপি নাড্ডা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here