Home National কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ৪

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ৪

158
0

শ্রীনগর: নববর্ষের প্রথমদিনে ফের রক্তাক্ত উপত্যকা। রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্দেহভাজন জঙ্গিদের তাণ্ডব। তাদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল চার জনের। ডাংরি গ্রামের এই ঘটনায় জখম আরও ছ’জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ গাড়িতে চেপে এসে দুষ্কৃতীরা নির্বিচারে গুলি চালায়। তারপর গাড়িতে চড়েই পালিয়ে যায়। এক আহতের বয়ান অনুযায়ী, সন্দেহভাজন জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ৫০ মিটার ব্যবধানে তিনটি বাড়িতে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। তিনি বলেছেন, দু’জন বন্দুকবাজ ওই গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনার খবর পেয়েই গ্রামে গিয়েছে পুলিস ও সেনা বাহিনী। এলাকা ঘিরে তল্লাশিও শুরু হয়েছে। আহতদের রাজৌরির অ্যাসোসিয়েট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Previous article১২ কিলোমিটার রাস্তা তরুণীকে টানতে টানতে নিয়ে গেল ঘাতক গাড়ি
Next articleবাড়তে পারে ইপিএফের সুদের হার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here