এবার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় একটি রেকর্ড ভিড়ের সম্ভাবনা

    156
    0

    কলকাতা, ১৬ নভেম্বর: কার্তিক পূজার কথা বললেই সবার আগে বাঁশবেড়িয়ার কথা চলে আসে। অন্যান্য বারের মতো এবারও তার অন্যথা হচ্ছে না। ইতিমধ্যে বাঁশবেড়িয়া পুরসভা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেছে প্রশাসন। বুধবার এই গাইড ম্যাপ প্রকাশ করেন সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি আবার রাজ্যের বন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও বটে। প্রশাসন এখানকার পুজো উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। নজরদারির জন্য ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যেহেতু করোনা পরবর্তী এটাই প্রথম কার্তিক পুজো, সেজন্য প্রচুর দর্শক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এখানে নথিভুক্ত পুজোর সংখ্যা প্রায় দুইশোর কাছাকাছি। কার্তিক পুজোর কেন্দ্রীয় কমিটির তথ্য সেটাই বলছে। এছাড়া নথিভুক্তের বাইরেও রয়েছে প্রচুর পুজো। ফলে একটা রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে বাঁশবেড়িয়াতে। এদিকে বাঁশবেড়িয়ার পাশাপাশি চুঁচুড়া পুরসভাতেও যথেষ্ট জাঁকজমক করে কার্তিক পূজার আয়োজন করা হচ্ছে।

    Previous articleকামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যৌথ কর্মীসভা
    Next articleজাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতল জলপাইগুড়ির অনির্বাণ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here