Home State এনজেপি-গুয়াহাটি রুটেও বন্দে ভারত

এনজেপি-গুয়াহাটি রুটেও বন্দে ভারত

95
0

নয়াদিল্লি: আগামী মাসেই কি আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাবে বাংলা? রেল সূত্রে জানা যাচ্ছে, জুন মাসেই সূচনা হতে পারে নিউ জলপাইগুড়ি (এনজেপি)-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের। এনজেপি – গুয়াহাটি বন্দে ভারত ট্রেন রুটে স্টপেজ দেওয়া হতে পারে আলিপুরদুয়ার জংশন স্টেশনে।
যদিও এ নিয়ে এখনই কোনওরকম মন্তব্য করতে রাজি হননি রেল বোর্ডের শীর্ষ আধিকারিকরা। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, কোনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি। তবে প্রাথমিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত অবশ্য এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রানের দিনও চূড়ান্ত করা হয়নি। এমনই জানা যাচ্ছে রেলমন্ত্রক সূত্রে। প্রসঙ্গত, হাওড়া-এনজেপি, হাওড়া-রাঁচি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটি, বাংলার এই চারটি রুটেই  বন্দে ভারত চালানোর পরিকল্পনা ছিল রেল বোর্ডের। আগামী ১৫ মে উদ্বোধন হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। এটি বাংলার দ্বিতীয় বন্দে ভারত ট্রেন। 

Previous article শহরে আসছেন মরিশাসের রাষ্ট্রপতি
Next articleবজবজ শ্যুটআউটের ঘটনায় গ্রেপ্তার ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here