ফিরোজাবাদ: উত্তরপ্রদেশের মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ২১ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে।
পুলিস সূত্রে খবর, ৫০ জন যাত্রী নিয়ে লুধিয়ানা থেকে রায়বরেলী যাচ্ছিল একটি বেসরকারি বাস। পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ফিরোজ়াবাদ জেলার আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর থেকে গড়িয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ঘুমিয়ে পড়াতেই ঘটেছে দুর্ঘটনাটি। সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।