নিজস্ব সংবাদদাতা, কলকাতা: স্ত্রী একটি বিধানসভার প্রার্থী। সেজন্য বদলি হলেন তাঁর আইপিএস স্বামী। আর এই স্ত্রী যে সেই ব্যক্তি নন, তিনি স্বয়ং অভিনেত্রী লাভলি মৈত্র। ‘মোহর’ সিরিয়ালের তিতির সম্প্রতি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। তাঁর স্বামী সৌম্য রায় হাওড়া গ্রামীণ জেলার পুলিস সুপার। আর সেই কারণেই নির্বাচন কমিশন তাঁকে এমন একটি পদে বদলি করল, যার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।