অনুব্রতর কেস ডায়েরির তথ্য দেখে বিস্মিত বিচারক

    174
    0

    আসানসোল: গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল। শুক্রবার আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে পুলিশের গাড়ি করে অনুব্রত মন্ডলকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে পুলিশের আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল বিশেষ আদালতের বিচারক।

    আগামী ২২শে ডিসেম্বর ফের অনুব্রত মণ্ডলকে বিশেষ সিবিআই আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। এদিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের দেওয়া কেস ডায়েরির তথ্য দেখে বিস্মিত সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ওই মন্তব্য করেছেন। ‘আমিও বহু মামলার তদন্ত করেছি, এ জিনিস কখনও দেখিনি।’ বিচারকের কথার রেশ ধরেই মন্তব্য করেন তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য।

    ওয়াকিবহাল মহলের ধারণা, গোরু পাচার সংক্রান্ত কোনও বার্তা দেখেই বিচারক হতবাক হয়ে যান। এদিন সকালে অনুব্রত মণ্ডলকে এজলাসে আনা হয়। তাঁকে বলতে শোনা যায়, বিজেপির মতো হিংস্র দল দেখিনি। আজ বিজেপি-তে যোগ দিলে ইডি, আয়কর সবাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেবে। অন্যদিকে, বোলপুরের বাসিন্দা সুদীপ রায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া দুটি দলিল ফেরত দেওয়ার জন্য এদিন সিবিআইকে নির্দেশ দেন বিচারক। গত আগস্ট মাসে সুদীপবাবুর বাড়ি থেকে তাঁর বাবার নামে থাকা দুটি দলিল বাজেয়াপ্ত করেছিল সিবিআই। দলিল ফেরত পাওয়ার নির্দেশে স্বস্তি ফিরেছে রায় পরিবারে।

    Previous articleদুর্গেশ গিরি মহারাজের স্মরণসভা
    Next articleমে মাসে পঞ্চায়েত নির্বাচন চায় রাজ্য

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here